ত্বক উজ্জ্বল করতে কতশত উপায়ই না অবলম্বন করি আমরা! কিন্তু এমন এক উপায়ের কথা জানাবো আজ যার সাহায্যে আপনি ফর্সা ত্বক পাবেন ঘরে তৈরি ফেসপ্যাকে। আসুন জেনে নেই ..
উপকরণঃ
আটা ১ চা চামচ, দুধ ২ চা চামচ, মধু১ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ, একটি পাত্রে ১ চা চামচ আটার সাথে ২ চা চামচ দুধ,১ চামচ মধু ও গোলাপজল মিশিয়ে নিন।
ব্যবহারের উপায়ঃ
প্রত্যেকটি উপকরণ ভালো করে মেশাবেন।রেডি আপনাদের প্যাক। এবার মুখ ধুয়ে ভালো করে প্যাকটি লাগান মুখে ও গলায়। ৫ মিনিট হালকা করে হাত দিয়ে ম্যাসাজ করুন। রেখে দিন ২০ মিনিট। ২০ মিনিট পর ভালো করে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করে প্যাকটি ব্যবহার করুন এক মাস।